রাসেল রানা: আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর আইন বিভাগ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রীদের প্রলোভন, ভয়ভীতি, হুমকি প্রদর্শন করে বিভিন্ন সময়ে শ্লীলতাহানি ও ধর্ষণ করেছে৷ এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাত ৯টায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কুশপুত্তলিকা দাহ এবং অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।উক্ত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের আহবায়ক সুলতান আহমেদ রাহীর নির্দেশে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক এবং সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক শাকিলুর রহমান সোহাগ।সভাপতির বক্তব্যে শফিকুল ইসলাম শফিক বলেন, আইন বিভাগের শিক্ষক সাগরের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু আওয়ামীপন্থী শিক্ষক হওয়ায় দলীয় প্রভাব খাটিয়ে অতীতে এসব অপকর্ম ধামাচাপা দিয়ে রাখে। বর্তমানে বিভিন্ন বিভাগের ছাত্রীরা তার বিরুদ্ধে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগে শাস্তি দাবি করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করছে। আমরা অবিলম্বে ধর্ষক সাগরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এছাড়াও যেসব শিক্ষক এসব অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক আহসান হাবিব,যুগ্ম আহবায়ক মাহমুদুল মিঠু এছাড়াও উপস্থিত ছিলেন আহবায়ক সদস্য নাফিউল ইসলাম জীবন, শেখ তাকবির আহমেদ ইমন, ছাত্রদল নেতা রাসেল রানা, জাকির হোসেনসহ বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭