ভোরের খবর ডেস্ক: নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখা, দুইয়ের প্রভাবে দুর্যোগের ঘনঘটা পশ্চিমবঙ্গে । মৌসম ভবন জানিয়েছে, আজও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ একাধিক জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম, বর্ধমান, বীরভূম ও নদিয়ায় অতি ভারি বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও মুর্শিদাবাদে ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে।আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ বাংলাদেশের এই নিম্নচাপ ক্রমশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডে যাবে। উত্তাল হতে পারে সমুদ্র। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সমুদ্রে।তাই পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এই মরসুমের এককালীন সর্বোচ্চ বৃষ্টি পেল কলকাতা। গত ৭২ ঘণ্টায় কলকাতায় ১৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে । এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৬০ মিলিমিটার।২৯ আগস্ট উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে আরো একটি নতুন নিম্নচাপ। বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আজ থেকে আগামী তিনদিন দেশের একাধিক রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মৌসম ভবন জানিয়েছে, আগামী তিন দিন অতি ভারি থেকে অতি প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, মধ্য মহারাষ্ট্র, কঙ্কন ও গোয়ায়। অন্যদিকে দিল্লিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। চলতি সপ্তাহ জুড়েই অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, অসম, ত্রিপুরা, মেঘালয়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে ওড়িশায়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭