আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: যেই সড়কটিতে গাড়িচালকরা নিয়মনীতি না মেনে বেপরোয়া হয়ে যে যেভাবে খুশি গাড়ি পার্কিং, ওভার টেকিং করে যানযট সৃষ্টি করে রাখতো এখন সেই ব্যস্ততম সড়কটিতে সিরিয়াল মেইনটেইন করেই চালকদের গাড়ি চালাতে বাধ্য করছেন শিক্ষার্থীরা। যার কারনে টংগিবাড়ি-মাওয়া সড়কের গুরুত্বপূর্ণ বালিগাও সড়কটি তে শৃঙ্খল ফিরে এসেছে। এতে করে দূর্ঘটনা কমেছে সেই সাথে যানযট না হওয়ায় দ্রুত সময়ের মধ্যে নির্দিষ্ট গৌন্তব্যে পৌছাতে পারছেন আরোহীরা। শিক্ষার্থীদের এমন উদ্যোগে গাড়িচালকরাও খুশি। গাড়িচালক আব্দুল লতিফ বলেন, আমাদের ড্রাইভারদের কারনেই দীর্ঘদিন ধরে এই রাস্তায় যানযট হয়েছে। হঠাৎ করি রাস্তার মাঝে গাড়ি ঘুরানো,রাস্তায় ৩-৪ টা সিরিয়াল করে রাখা এবং ওভারটেকিং করে আগে যেতে চাওয়া এই কাজ গুলোর জন্যই জ্যাম লেগে থাকতো। এখন ছাত্ররা ট্রাফিক নিয়ন্ত্রণ করায় পূর্বের কাজ গুলো এখন আর কেউ করেনা যার কারনে আগের মতো এখন আর যানযট নেই।ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ছাত্র কাউসার বলেন, যেহেতু প্রশাসনের লোকজন নেই তাই আমরা আমাদের ছাত্র ভাইদের নিয়ে বালিগাও বাজার যানযট নিরসনে কাজ করে যাচ্ছি। চালকদের যাওয়া আসার জন্য ২ লেন ব্যবহার করতে বাধ্য করছি এবং ওভারটেক না করে সিরিয়াল মেইনটেইন করতে বাধ্য করছি। এছাড়াও যারা হেলমেট ছাড়া বাইক চলাচল করতে নিষেধ করেছি যাদের জরুরি কাজ তাদের বুজিয়ে বলেছি হেলমেট নিয়ে বের হওয়ার জন্য।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭