ভোরের খবর ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, পোলিওর বিরুদ্ধে শিশুদের টিকাদান কর্মসূচিতে সম্মতি দিয়ে এবার গাজায় ৩ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরাইল। শিশুদের টিকাকরণের জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই প্রচারাভিযানের লক্ষ্য হবে গাজা উপত্যকা জুড়ে প্রায় ৬ লক্ষ ৪০ হাজার শিশুকে টিকা দেয়া। এই অভিযান রবিবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র কর্মকর্তা রিক পিপারকর্ন। এটি গাজা স্ট্রিপের কেন্দ্রীয়, দক্ষিণ এবং উত্তর অংশ জুড়ে তিনটি পৃথক পর্যায়ে পরিচালনা করা হবে। প্রতিটি পর্যায়ে স্থানীয় সময় সকাল ৬টা থেকে বিকেল ৩ টার মধ্যে টানা তিন দিন এই টিকাদান কর্মসূচি চলবে।
পোলিওভাইরাস অত্যন্ত সংক্রামক এবং প্রায়শই পয়ঃনিষ্কাশন ও দূষিত পানির মাধ্যমে ছড়ায়। এটি বিকৃতি এবং পক্ষাঘাত সৃষ্টি করতে পারে। যার পরিণতি মারাত্মক। এটি প্রধানত পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রভাবিত করে। ডব্লিউএইচও বলছে, গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে টিকাদানের হার সংঘাতের আগে সর্বোত্তম ছিল। পোলিও ভ্যাকসিন কভারেজ ২০২২ সালে ৯৯% অনুমান করা হয়েছিল, যদিও সর্বশেষ তথ্য অনুসারে এটি গত বছর ৮৯% এ নেমে এসেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জুলাই মাসে বলেছিল যে, তারা এই রোগের বিরুদ্ধে তাদের সৈন্যদের টিকা দেওয়া শুরু করেছে। হামাসের কর্মকর্তা বাসেম নাইম বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা গাজা উপত্যকায় ৬ লক্ষ ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুদের সেবা ও সুরক্ষার জন্য এই প্রচারাভিযানকে নিরাপদ করতে আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে সহযোগিতা করতে প্রস্তুত।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন যে, ‘এটি শুধুমাত্র তিন দিনের বিরতি, পুরোপুরি যুদ্ধবিরতি নয়’।
জাতিসংঘে যুক্তরাজ্যের উপ-স্থায়ী প্রতিনিধি জেমস কারিউকি বলেছেন যে তিনি টিকাকরণ পরিকল্পনাকে ‘দৃঢ়ভাবে’ স্বাগত জানাচ্ছেন। ৭ অক্টোবর হামাসের দক্ষিণ ইসরায়েলে হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, ইসরায়েলের হামলায় গাজায় ৪০ হাজারেরও জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭