ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বনার্ঢ্য র্যালী ও সমাবেশ হয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুরে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী জেলা ও মহানগরে পালন করার একদিন পর আজ সারা দেশের উপজেলা ও পৌরসভায় একযোগে পালন করা হয়। মঙ্গলবার (২০ আগস্ট) বিকাল ৫টায় পৌর শহরের উপজেলা কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এতে পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কামরুজ্জামান সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক।বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী।এছাড়াও উপস্থিত ছিলেন কুশনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান রিপন ইউনিয়ন যুব দলের সভাপতি মোঃ আতিয়ার রহমান লিটন বিশ্বাস,ছাত্র দলের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাসেল, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, ছাত্র দলের নেতা মোঃ হাবিব হাসান,আব্বাস আলী প্রমুখ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান হাফিজের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন,সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফলে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়। পতনের মধ্য দিয়ে এ বিজয় সারা বাংলাদেশের জনগনের। এই বিজয় স্বৈরাচারের বিরুদ্ধে বিজয়। এই বিজয় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজয়। বাংলাদেশের জনগন আজ স্বাধীন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭