আজ মঙ্গলবার (২০ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান ও ১৫ বছরে আওয়ামী ফ্যাসিবাদের হাতে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চিত্র প্রদর্শনী ও গতানুগতিক ধারার বাহিরে সংক্ষিপ্ত শোকসভা করা হয়।
শোকসভা শেষ হওয়ার পর বৃষ্টিতে ভিজে কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ডাঃ আউয়ালের নেতৃত্বে বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ শহীদ মিনার চত্ত্বরের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন প্রধান, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাদেক আহসান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মহিউদ্দিন মাহি, মিরাজ হোসেন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহজালাল সর্দার, আলিয়া মাদ্রাসা ছাত্রদল নেতা হিরোন-সহ নেতৃবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭