ঢাকাশনিবার , ৩ আগস্ট ২০২৪

কুমিল্লায় ছাত্রলীগের হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত, এসিল্যান্ডের গাড়িতে আগুন


আগস্ট ৩, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা প্রতিনিধি:  কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৩ আগস্ট) দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইন ও রেসকোর্স এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে দুপুর পৌনে ১টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জেলার চান্দিনা বাস স্ট্যান্ড এলাকায় চান্দিনা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িতে ভাংচুর ও পরে আগুনে জ্বালিয়ে দেয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুরে মিছিল নিয়ে কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকায় অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে, এতে শিক্ষার্থীরাও পাল্টা ইট পাটকেল ছুঁড়ে। এক পর্যায়ে, আওয়ামীলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পুলিশ লাইন্সের ভেতর ও আশেপাশের বিভিন্ন বাসায় অবস্থান নেয়। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে ছাত্রলীগ কর্মীদের গুলি করতে দেয়া যায়। এর আগে সকালে নগরীর কান্দিরপাড় জিলা স্কুলের সামনে থেকে পূর্বনির্ধারিত এ বিক্ষোভ মিছিল শুরু হয়। সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর আগে সকাল থেকেই কুমিল্লা নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছিলো আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা বিশ^বিদ্যালয়, জিলা স্কুল, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল, কুমিল্লা হাই স্কুল, কুমিল্লা মডার্ন স্কুলসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আন্দোলনকারী শিক্ষার্থী ইকবাল হোসেন ও জামাল উদ্দিন বলেন, এটা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি। আমরা কুমিল্লা মহানগরীর সকল শিক্ষাপ্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। অন্যায়ভাবে ছাত্রলীগ আমাদের উপর হামলা ও গুলি চালিয়েছে। এদিকে ঘটনার পর থেকে গুলিবিদ্ধ ৩ ছাত্রের নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার সাইদুল ইসলাম বলেন, বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কারও মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। মারা যাওয়ার বিষয়টি গুজব। তিনি আরও বলেন, ঘটনার সময় দেড় শতাধিক শিক্ষার্থী প্রাণ ভয়ে পুলিশ লাইন্সের ভেতর আশ্রয় নেয়, আমরা তাদের উদ্ধার করে গাড়িতে বাসায় পৌছে দিয়েছি।#সহকারী কমিশনার (ভূমি) এর গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। কুমিল্লার চান্দিনায় আন্দোলন চলাকালে সহকারী কমিশনার (ভূমি) এর গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ আগস্ট) দুপুর পৌঁনে ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় চট্টগ্রাম অভিমুখী লেনে সরকারি ওই গাড়িতে অগ্্িনসংযোগ করে তারা। গাড়ি থেকে নেমে দ্রুত আত্মরক্ষা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী ও তার গাড়ি চালক। ওই ঘটনায় হামলাকারীরা কেউ শিক্ষার্থী নয় বলে দাবি করেন উপজেলা নির্বাহী অফিসার।প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর পৌঁনে ১২টার দিকে পাশ্ববর্তী দেবিদ্বার উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কিছু ছাত্রদের সাথে বিএনপি ও জামায়াতপন্থী অস্ত্রধারী দুই সহস্রাধিক দুর্বৃত্ত মহাসড়ক অবরোধ করে। এসময় চান্দিনা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আন্দোলনকারীদের মাঝে আটকা পড়েন। মুহূর্তের মধ্যেই আন্দোলনরতরা এসি ল্যান্ড এর গাড়িতে ভাংচুর চালায়। আন্দোলনরতদের হামলার মধ্যে গাড়ি থেকে নেমে দ্রুত প্রাণ রক্ষা করেন এসি ল্যান্ড ও তার গাড়ি চালক। ভাংচুরের এক পর্যায়ে গাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে তারা। এতে মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন থেকে উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব জানান, আন্দোলনে কিছু শিক্ষার্থী থাকলেও তাদেরকে আমরা বুঝিয়ে বলায় তারা বিক্ষোভ শেষে মহাসড়ক থেকে সরে যায়। দুস্কৃতকারীরা এসি ল্যান্ডের গাড়ি ভাংচুর ও আগুন দিয়েছে। তারা কেউ শিক্ষার্থী নয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।