ঢাকাবৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ খবর

ওয়েস্ট এন্ড হাই স্কুলের সহকারী শিক্ষিকার ব্যাপক দুর্নীতির অভিযোগ


আগস্ট ২২, ২০২৪ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

কে.এম সবুজ, প্রধান প্রতিবেদক: লালবাগ এলাকায় অবস্থিত ওয়েস্ট এন্ড হাই স্কুলের সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। হাজী সেলিমপন্থী এই শিক্ষিকার বিরুদ্ধে গত ২৮ জুন ২০২০ সালের সরকারি তদন্তে তার বিরুদ্ধে দুর্নীতি উঠে আসে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা পরিদর্শক জনাব টুটুল কুমার নাগ এবং সহকারী শিক্ষা পরিদর্শক জনাব মোঃ মুকিব মিয়া গত ০২ জানুয়ারি ২০২০ সালে ঢাকা জেলার লালবাগ থানাধীন ওয়েস্ট এন্ড হাই স্কুলের ২ শিক্ষকের দুর্নীতির তদন্ত করেন। তদন্তে সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা প্রমানিত হয়।

তদন্ত রিপোর্টে বলা হয়, প্রভাতী শাখায় সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস এর নিয়োগ সংক্রান্ত রেকর্ড যাচাইয়ের দেখা যায়, দৈনিক ডেইল স্টার (The Daily Star) পত্রিকায় ২৪শে অক্টোবর ২০০৩ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১৩ জানুয়ারি ২০০৪ সালে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ আছে যে, বাংলা-১ (অনার্স) আবশ্যক। কিন্তু জান্নাতের শিক্ষাগত যোগ্যতা হিসেবে তদন্ত কর্মকর্তারা পেয়েছেন বিএসএস-অনার্স (রাষ্ট্রবিজ্ঞান), এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান)। তদন্ত রিপোর্ট আরো দেখা যায়, তার চাকরির আবেদনপত্র প্রদর্শন ও সরবরাহ করেননি। নিয়োগ পরীক্ষার পর নিয়োগ কমিটির সুপারিশ অনুমোদন সংক্রান্ত পরিচালনা কমিটির রেজুলেশন প্রদর্শন করেননি। এই বিষয়ে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান যে, নিয়োগ কমিটির সুপারিশ অনুমোদন সংক্রান্ত ম্যানেজিং কমিটির রেজুলেশন বিদ্যালয়ে সংরক্ষিত নাই।

এছাড়া গত ১২ বছর আওয়ামীলীগের সময়ে হাজী সেলিমপন্থী শিক্ষক হিসেবে অত্র স্কুলে ব্যাপক প্রভাব বিস্তার করে অর্থ কেলেংকারী, নিয়োগ বাণিজ্য, আওয়ামী বিরোধী শিক্ষক-কর্মচারীদের বের করাসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত। তার বিরুদ্ধে ০৩ মার্চ ২০১৮ সালে নিয়োগ পরীক্ষার সময় সজনপ্রীতি দেখিয়ে সর্বোচ্চ নম্বরধারী শিক্ষিকাকে বের করে দিয়ে তার স্থলে তার পছন্দকারী শিক্ষিকাকে স্থলাভিষিক্ত করেন। এছাড়া সেই সময় বিএনপি পন্থী এক ৩য় শ্রেণির কর্মকর্তাকে পিস্তলের ভয় দেখিয়ে, নানা রকম মানসিক চাপ দিয়ে স্কুলে থেকে বের হতে বাধ্য করেন। এই শিক্ষিকা ২০১৭ সাল থেকে হাজী সেলিমপন্থী ম্যানেজিং কমিটির সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হিসিবে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে শিক্ষক-কর্মচারী নিয়োগ বানিজ্যসহ অসংখ্য অপরাধের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সম্পর্কে সত্যতা জানতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এলাকাবাসী জানায়, ওয়েস্ট এন্ড হাই স্কুলটি এক সময় ঢাকা সেরা স্কুলের মধ্যে অন্যতম স্কুল ছিলো। বিগত আওয়ামী সরকারের আমলে এই স্কুল ধ্বংসের দাড়প্রান্তে দাড়িয়েছে। এলাকাবাসী বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে এর প্রতিকার চান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।