ভোরের খবর ডেস্ক: সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনের পার্কিং জোনে রাখা হয়েছে ২১টি গাড়ি। অন্তর্বর্তীকালীন সরকার ও সরকারের উপদেষ্টাদের জন্য এসব গাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার সরকারি পরিবহণ পুল ও সংশ্লিষ্টদের মাধ্যমে এই তথ্য জানা যায়।সূত্রটি জানায়, পরিবহণ পুল থেকে পাঠানো গাড়িগুলো মন্ত্রিপরিষদ বিভাগের সামনের পার্কিং জোনে রাখা আছে। এই ২১টি গাড়ি আজ বিকেলের দিকে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের বাসভবনে পাঠানো হবে। এর একটি বিএমডব্লিউ গাড়ি। গাড়িটি প্রধান উপদেষ্টার জন্য বরাদ্দ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭