ঢাকারবিবার , ৪ আগস্ট ২০২৪

আন্দোলনকারীরা এখন বিএনপি-জামায়াতের কাতারে চলে গেছে: তথ্য প্রতিমন্ত্রী


আগস্ট ৪, ২০২৪ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:  আন্দোলনকারীদের কোটা কোনো দাবি ছিল না উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, তাদের কি চাহিদা সেটা প্রকাশ পেয়েছে।আন্দোলনকারীরা এখন বিএনপি-জামায়াতের কাতারে চলে গেছে। রোববার বিকাল ৪টায় সংসদ ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা ডাকলে গোটা দেশের মানুষও আসবে। কিন্তু আমরা সংঘর্ষ চাই না। অশান্তি সৃষ্টি করার চেষ্টা করলে শক্ত হাতে দমন করা হবে।তিনি বলেন, সহিংসতা বন্ধ না হলে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। প্রধানমন্ত্রী সহিংসতা বন্ধে জনগণকে এগিয়ে আসতে বলেছেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা কোটা আন্দোলনকারীদের সব দাবিই মেনে নিয়েছিলাম। যে কোনো বিচার করতে সময় লাগে, আমাদের সময় দিতে হবে।বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। বিদেশ থেকেও বিশেষজ্ঞ লোক এনে তদন্ত করা হবে।আমরা সব হত্যার বিচার করবো।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।