নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন এখন সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছে। আন্দোলনের পক্ষে এবার সোশ্যাল প্লাটফর্মে নিজের প্রোফাইল পরিবর্তন করলেন যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের সহ-অধিনায়ক অ্যারন জোন্স। এর আগে আন্দোলনকারীদের পাশে দাঁড়ান আর্জেন্টিনার বিশ^কাপজয়ী ফুটবলার এনজো ফার্নান্দেজও।কোটা সংস্কার গত কয়েকদিনে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। অ্যারন জোন্সের জন্ম যুক্তরাষ্ট্রে হলেও তার ক্রিকেটের হাতেখড়ি ওয়েস্ট ইন্ডিজে। ২০১৬ সালে কম্বাইন্ড ক্যাম্পাসেস এবং কলেজেসের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অভিষেক হয় তার। শাই হোপ, হোল্ডারদের পাশে খেলেছেন বার্বডোজ দলের হয়েও। ২০১৮ সালে বার্বাডোজের ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর তিনি যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। এতদিন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের এক ম্যাচে ক্রিস গেইলের দখলেই সর্বাধিক ছক্কা হাঁকানোর কৃতিত্ব ছিল। জোন্স বিশ্বকাপে নিজের প্রথম ইনিংসে সর্বাধিক ১১৭ রান করেন। ভেঙে দেন গেইলের রেকর্ডও।বাংলাদেশের শিক্ষার্থীরা গত কয়েকদিন ফেসবুকে কয়েকটি প্রোফাইল পিকচার ব্যবহার করছেন। লাল রঙ ছাড়াও একটি ছবিতে এক কিশোরের চোখ বাঁধা লাল রংয়ের কাপড় দিয়ে। ফেসবুকে এমন ছবি প্রকাশ করেছেন জোন্স। সেখানে তিনি লিখেছেন, ‘আমার সব বাংলাদেশি ফ্যানের প্রতি বলছি, আমি তোমাদের শুনছি এবং আমি তোমাদের জন্য প্রার্থনা করছি।’
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭