ঢাকামঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪

‘১০০-র মধ্যে ৭৪ জন ধর্ষক শাস্তিই পায় না’


আগস্ট ২৭, ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:  কলকাতার আরজিকরের তরুণী চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া অপরাধের বিচার চেয়ে পথে নেমেছে আমজনতা। এই আন্দোলনের মাঝেই দেশের বিভিন্ন প্রান্তে ঘটে গিয়েছে একের পর এক নারকীয় যৌন অত্যাচারের ঘটনা। এরকমই ২৪টি যৌন নির্যাতনের খবরের কোলাজ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে লিখলেন, ‘গোটা দেশ ধর্ষণের বিচার চেয়ে আন্দোলন করছে। অথচ, এই কোলাজটিই বলে দিচ্ছে এই মুহূর্তে দেশের পরিস্থিতি আসলে কীরকম?’ একইসঙ্গে ধর্ষণ বিরোধী কড়া আইনের দাবি জানিয়েছেন তিনি।৯ আগস্ট সামনে এসেছে আর জি করের মর্মান্তিক ঘটনাটি। এর পর কেটে গিয়েছে ১৯ দিন। আন্দোলন চললেও দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। এ নিয়ে অভিষেক লিখেছেন, ‘আর জি করের ঘটনার পর থেকে ১৫ দিনে নারীদের বিরুদ্ধে ধর্ষণ এবং শারীরিক অত্যাচারের একাধিক ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। অথচ ধর্ষণবিরোধী আন্দোলন চলছে। এর পরই ধর্ষণবিরোধী কড়া আইন আনার দাবি জানিয়েছেন। লেখেন, ‘দেশের এই পরিস্থিতির উত্তর একটাই। ধর্ষণবিরোধী কঠোর আইন আনতে হবে। যা ৫০ দিনের মধ্যে ধর্ষণে অভিযুক্তের শুনানি এবং দোষী সাব্যস্ত করার বিষয়টি নিশ্চিত করবে।’ তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ‘দেশে ধর্ষণে দোষী সাব্যস্ত করার হার মাত্র ২৬ শতাংশ। অর্থাৎ ১০০টির মধ্যে ৭৪ জন দোষী ধর্ষণের শাস্তিই পান না।’ ’ পরিশেষে অভিষেকের দাবি,’ধর্ষণের অপরাধে সুবিচার পাইয়ে দিতে হলে, অবিলম্বে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের ধর্ষণবিরোধী কঠোর আইনের দাবি জানাতে হবে। যা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সুবিচার পাইয়ে দেবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।