ঢাকাবৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ খবর

হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে মমতার বাড়ি ভাঙচুরের ছক!


আগস্ট ২৯, ২০২৪ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:  কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডে উত্তাল পশ্চিমবঙ্গ। সকলেই নিজের মতো করে বিচারের দাবিতে সরব হয়েছেন। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে। সেখানে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, এরকমই এক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলেন সুখেন্দু বন্দ্যোপাধ্যায় নামে এক যুবক। গ্রুপের নাম ‘WE WANT JUSTICE’। অভিযোগ, ওই গ্রুপেই একটি অডিও ক্লিপ পোস্ট করা হয়েছিল। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙচুরের ছক করা হয়। ওই অডিও ক্লিপটি পরবর্তীতে ভাইরাল হয়ে যায়।

   সেখানে শোনা যায় এক যুবক বলছে, ‘কালীঘাটে গিয়ে ভাঙচুর করি চল! তাহলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে দেওয়া সম্ভব হবে। নবান্নে না গিয়ে সব ছেলেদের বলো কালীঘাটে জমায়েত করতে।’ সেই অডিওটি প্রথমে একটি হোয়াটসঅ্যাপে গ্রুপে ছড়িয়ে দেওয়া হয়। সেখান থেকে তা ফেসবুকে চলে যায়।সেটিই পৌঁছায় লালবাজারের হাতে। তদন্তে নামে কলকাতা পুলিশের সাইবার বিভাগ। বুধবার সন্ধ্যায় সেই ঘটনায় এক যুবক ও তার প্রেমিকাসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ।

লালবাজার সূত্রের খবর, ধৃত যুবকের নাম শুভম সেনশর্মা। বাঁশদ্রোণী থানার পুলিশ ডানলপ থেকে গ্রেপ্তার করে শুভমকে। টানা জেরায় শুভম দাবি করেন প্রেমিকার মায়ের কথা শুনেই নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে অডিওটি পোস্ট করেছিলেন। পুলিশ শুভম, তার প্রেমিকা ও প্রেমিকার মাকে গ্রেপ্তার করেছে। ওই গ্রুপের বাকি সদস্যদের খোঁজ চলছে পুলিশ।

সূত্রের খবর, ওই গ্রুপের মোট সদস্য সংখ্যা ৩৬৩। এই ক্লিপের সঙ্গে আর কার যোগ রয়েছে। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। গ্রুপটি যিনি তৈরি করেছেন, অ্যাডমিনসহ বেশ কয়েকজনকে জেরা করা হতে পারে বলে খবর।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।