ঢাকাশনিবার , ৩১ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ খবর

সকল ধরনের দুঃশাসনের অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করবো -শিমুল বিশ্বাস


আগস্ট ৩১, ২০২৪ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

রুবেল শেখ  (পাবনা) জেলা প্রতিনিধি:  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পাবনায় শহীদ নিলয় ও জাহিদ এর বাসায় সম্মান জানাতে, তাদের বাসায় ছুটে যান প্রখ্যাত শ্রমিক নেতা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও শ্রমিকদলে কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক, এ্যাডঃ শামসুর রহমান শিমুল বিশ্বাস।
আজ ৩০ই আগস্ট (শুক্রবার) কয়েক ঘন্টার জন্য পাবনা জেলা বিএনপি’র মিটিং এর উদ্দেশ্যে পাবনা তে আসলে, জুমার নামাজের পরেই,বৈষম্যবিরোধী ছাত্র আনদোলনে পাবনায় শহীদ নিলয় ও জাহিদ এর পরিবারকে সম্মান জানাতে ছুটে যান।
এসময় উপস্থিত শহীদের পরিবারকে আর্থিক সহোযোগিতা এবং সব সময় তাদের পাশে থাকায় আশ্বাস ব্যাক্ত করেন।
সেখানে থাকা শহীদের পরিবার ও উপস্থিত সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, শহীদ নিলয় ও জাহিদ সহ দেশের আপামর মুক্তি কামি শিক্ষার্থী এবং সাধারণ জনগণের জন্য-ই আজ বাংলাদেশ স্বৈরাচার মুক্ত এক নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের রক্তের উপর শপথ নিয়ে, সকল ধরনের দুঃশাসনের অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করবো, ইনশা-আল্লাহ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের আত্বার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া পরিবেশন করেন।

এসময় উপস্থিত ছিলেন, পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বরকতুল্লাহ ফাহাদ,এস এম সৈকত, মিনহাজ হোসেন, রাকিবুল ইসলাম সহ পাবনা জেলা বিএনপি, যুবদল,সেচ্ছাসেবকদল, ছাত্রদল,শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।