ঢাকাবৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে অনিয়মে ছাত্রদল নেতাকে বহিষ্কার -প্রশংসায় জেলা ছাত্রদল


আগস্ট ৮, ২০২৪ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে স্কুলশিক্ষকসহ কয়েকজনের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের অভিযোগে কাউছার মানিক বাদল নামে এক ছাত্রদল নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মানিকের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।বুধবার (৭ আগস্ট) রাত ১১টার দিকে কাউছারকে বহিষ্কারের বিষয়টি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন। কাউছার চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন।এর আগে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আকবর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা ভঙ্গ ও বিশৃঙ্খল কার্যক্রমের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাউছারকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক মামুনের নির্দেশনায় কাউছারকে বহিষ্কার করা হয়।দলীয় সূত্র জানায়, চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ছাত্রদল থেকে সবাইকে সতর্ক করা হয়েছে। কিন্তু ছাত্রদল নেতা কাউছার দলের নাম ভাঙিয়ে চন্দ্রগঞ্জের প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজলের বাড়িসহ কয়েকটি বাড়িতে হামলা-অগ্নিসংযোগ করে। তার বিরুদ্ধে চাঁদা আদায়েরও অভিযোগ রয়েছে। জেলা ছাত্রদল ঘটনাটি জানতে পেরে কাউছারকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, দলীয় নির্দেশনা ভঙ্গ করায় কাউছারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। চলমান পরিস্থিতিতে সবাইকে দলের নির্দেশনা মেনে চলতে হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।