ঢাকাবৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪

বিসিবির নতুন ‘নেতৃত্ব’র সঙ্গে কথা বলতে চান হাথুরু


আগস্ট ২৯, ২০২৪ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:  আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের সব জায়গাতেই পরিবর্তন আসছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও পরিবর্তন এসেছে। নাজমুল হোসেন পাপন পদত্যাগ করায় তার জায়গায় বিসিবির নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। প্রথম সংবাদ সম্মেলনেই জাতীয় দলের কোচ হিসেবে চান্ডিকা হাথুরুসিংহেকে ছাটাই করার ইঙ্গিত দেন তিনি। এবার তার জবাবে বোর্ডের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলেন হাথুরু।

সভাপতি হওয়ার আগে থেকেই হাথুরুর সমালোচনায় মত্ত ছিলেন ফারুক। ২০১৬ সালে হাথুরুর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েই প্রধান নির্বাচকের পদ ছাড়েন তিনি। বিসিবি সভাপতি হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে হাথুরুর ব্যাপারে প্রশ্ন করা হয় তাকে। সেখানে ফারুক বলেন, এই লঙ্কান কোচের ব্যাপারে আগের অবস্থানেই অনড় আছেন তিনি। তবে বোর্ডের বাকিদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তার আগে হাথুরুর বিকল্প ঠিক করতে চান বলেও জানিয়েছিলেন ফারুক।

গত কয়েকদিনে ক্রিকেটপাড়ায় গুঞ্জন আছে হাথুরুকে ছাঁটাই করার সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে।

এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। এদিকে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচের আগেও সংবাদ সম্মেলনে চাকরি নিয়ে কথা বলতে হলো হাথুরুকে।

পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট সিরিজই হতে পারে বাংলাদেশের হয়ে হাথুরুর শেষ সিরিজ। এমন প্রশ্নের উত্তরে হাথুরু বলেন, ‘আমি বুঝতে পারছি যে, যখন নতুন কোনো নেতৃত্ব দায়িত্বে আসে তখন তাদের চিন্তাধারা ভিন্ন হয়। তবে আমি মুখিয়ে আছি তাদের সাথে কথা বলার সুযোগ পাওয়ার জন্য। আমার কাজ হচ্ছে দলকে সেরা উপায়ে তৈরি করা। যে পরিশ্রম আমরা গত কয়েক মাসে করেছি, সেসব নিয়েই আমরা পরের ম্যাচে মনোযোগী আছি।’

দ্বিতীয় মেয়াদে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে হাথুরুকে কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। প্রথম মেয়াদের মতো এই মেয়াদেও তাকে নিয়ে সমালোচনার শেষ নেই। গুঞ্জন আছে দলে সিনিয়রদের কোনঠাসা করে রাখা সহ সাকিব-তামিমের দ্বন্দ্বের মূল হোতাও তিনি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।