ঢাকাবুধবার , ৭ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ খবর

নয়াপল্টনে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল, ভার্চুয়ালি বক্তব্য রাখছেন খালেদা জিয়া


আগস্ট ৭, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:  রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। বুধবার বেলা ২টা ৩৮ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে এই সমাবেশ শুরু হয়। ইতিমধ্যে নয়াপল্টন নেতাকর্মীদের ঢল নেমেছে। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখনো আসছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত পুরো নয়াপল্টন।এদিকে আজকের এই সমাবেশে  ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। প্রায় দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বিজয় উল্লাস করছেন। সমাবেশের প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। এছাড়াও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।