রুবেল শেখ (পাবনা) জেলা প্রতিনিধি: ঢাকা কলেজের মেধাবী শিক্ষার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ( শ্রাবন-জুয়েল) ও বর্তমান সহ-সাধারণ সম্পাদক ( রাকিব – নাসির) মোঃ রাসেল মোল্লা, নিজ জন্মস্থান পাবনা জেলার বেড়া উপজেলাতে (২৮ই আগস্ট বুধবার ) আরিচা ঘাট হয়ে, পাবনা কাজিরহাট ঘাটে আগমন করলে, স্থানীয় ছাত্রদলের নেতাকর্মী, তাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান এবং পথসভার আয়োজন করেন।
উক্ত পথ সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি বা ছাত্রদলের নাম ভাঙিয়ে কোনোরকম দখলদারিত্ব বা চাঁদাবাজি এবং কনো অপকর্মের সাথে জড়িত হওয়া বা করা যাবেনা, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে হবে,বক্তব্যের শেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।