ঢাকামঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ খবর

আজ বৃষ্টিপাত কিছুটা কমতে পারে, শুক্রবার থেকে বাড়বে


আগস্ট ২৭, ২০২৪ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:  দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে চলা বৃষ্টিপাত আজ মঙ্গলবার কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত কম হবে। তবে শুক্রবার থেকে বৃষ্টি আবারও বাড়তে পারে।অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ মঙ্গলবার সকালে বলেন, দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টি হতে পারে, তবে পরিমাণে কম হবে।চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় আজ বৃষ্টি হতে পারে।তবে রংপুর বাদে অন্য বিভাগগুলোর কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানান তিনি।ভারী বৃষ্টি ও উজানে ভারত থেকে নেমে আসা ঢলে দেশের অন্তত ১১টি জেলা বন্যাকবলিত। এতে প্রায় ৫০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।