ঢাকামঙ্গলবার , ৩০ জুলাই ২০২৪

ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল, লাইনচ্যুত হাওড়া-মুম্বই এক্সপ্রেসের ১৮টি বগি, মৃত অন্তত ২


জুলাই ৩০, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্কঃ মঙ্গলবার ভোর পৌনে ৪টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া থেকে মুম্বইগামী এক্সপ্রেস ট্রেন। গত ২ মাসে এনিয়ে তিনবার ভারতীয় রেল দুর্ঘটনার কবলে। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে লাইনচ্যুত হয় হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। দুর্ঘটনা ঘটে রাজাখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝে। ট্রেন দুর্ঘটনার জেরে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২০ জন। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ১২৮১০ হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। ট্রেনের যাত্রীদের দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রেনের যে ১৮টি কামরা লাইনচ্যুত হয় সেগুলির মধ্যে ১৬টি যাত্রীবাহী, একটি পাওয়ার কার ও একটি প্যান্ট্রি কার। এই ট্রেনটির অদূরেই লাইনচ্যুত হয়েছে আরেকটি মালগাড়িও। তবে দুটি ঘটনার মধ্যে কোনও যোগ রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

দক্ষিণ-পূর্ব রেলওয়ের ট্রেন ম্যানেজার মহম্মদ রেহান জানিয়েছেন, ‘পৌনে ৪টা নাগাদ লাইনচ্যুত হয় ট্রেনটি। দুর্ঘটনার জেরে বহু মানুষ আহত হয়েছেন। হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস ১২০ কিলোমিটার বেগে যাচ্ছিল। আগে থেকেই ডাউনলাইনে বেলাইন পড়েছিল একটি মালগাড়ির কয়েকটি কামরা। মালগাড়ির ওই কামরাগুলির সঙ্গে ধাক্কা লেগেই দুর্ঘটনা ঘটে। আপলাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। ১২৮১০ হাওয়ড়া-মুম্বই মেল লাইনচ্যুত হওয়ার ঘটনায় বাতিল হয়েছে পাঁচটি ট্রেন। বিষয়টি জানার পর এক্স হ্যান্ডেলে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কেন্দ্রের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করে মমতা বলেন, ‘আরও একটি ভয়াবহ রেল দুর্ঘটনা। আমি সত্যিই প্রশ্ন করতে চাই এ কেমন সরকার ? প্রায় প্রতি সপ্তাহে দুঃস্বপ্নের এই ধারা চলছে। রেলপথে যে অন্তহীন মৃত্যুমিছিল চলছে, সেটা আর কতদিন সহ্য করতে হবে? ‘ভারত সরকারের অপদার্থতার কি কোনও শেষ নেই?’ রেলের তরফে ইতিমধ্যেই উদ্ধারকারী দল পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে। সকাল থেকে এই দুর্ঘটনার মনিটরিং চলছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্নের পক্ষ থেকে। ইতিমধ্যে ঝাড়খণ্ড রাজ্যের পুলিসের ডিজি-এর সঙ্গে কথা হয়েছে। রাজ্য পুলিশের পক্ষ থেকে ঝাড়খণ্ড রাজ্যের ডিজির সঙ্গে কথা হয়েছে। দ্রুততার সঙ্গে চলছে ত্রাণ ও উদ্ধারের কাজ৷

সূত্র : বিজনেজ স্ট্যান্ডার্ড

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।