ঢাকাবৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ খবর

গোবিন্দগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার আসামী শহীদ শেখ গ্রেফতার


জুলাই ১১, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৪ বছর বয়সী শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ওই মামালার অন্যতম আসামি শহিদ শেখকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব।সোমবার (৮ জুলাই) রাত ১১টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।গ্রেপ্তারকৃত আসামি শহিদ শেখ উপজেলার শালমারা ইউনিয়নের শালমারা গ্রামের শরিফুল শেখের ছেলে।প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শালমারা গ্রামের জাহিদুল শেখের ছেলে মনির হোসেন (২২), মজনু শেখের ছেলে অসীম শেখ বেঙ্গু (২০) ও শরিফুল শেখের ছেলে শহিদ শেখ (২২) নাবালিকা ওই শিশুর বাড়িতে গিয়ে সুকৌশলে শিশুটিকে স্থানীয় কাটাখালী নদীর পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। এরপর যুবকরা শিশুকে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না বলার জন্য শিশুকে ভয়-ভীতি প্রদর্শন করে। ভয়ে বিষয়টি চাপা রাখে শিশু। পরবর্তীতে শিশুর শারীক অসুস্থতা দেখে পরিবারের সন্দেহ হয়। এ নিয়ে গত ১৪ এপ্রিল শিশুকে সোনাতলা ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে পরীক্ষায় ৯ সপ্তাহের গর্ভবর্তী বলে ধরা পড়ে। তখন বাবা-মায়ের চাপে শিশুটি বিস্তারিত ঘটনা খুলে বলে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত ওই যুবকদের আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন।এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৩, গাইবান্ধা ও র‍্যাব-১০, ফরিদপুর ছায়াতদন্ত শুরু করে। একপর্যায়ে সোমবার (৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফরিদপুরে কোতয়ালী থানাধীন আলীপুর কবরস্থানের সামনে পাকা রাস্তায় যৌথ অভিযান পরিচালনা করে। এসময় ওই মামলার পলাতক ৩ নং আসামি শহিদ শেখকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বলেন, আসামি শহিদ শেখকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।