স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন সাংবাদিকদের সাথে অসদাচরণর করার অভিযোগ এনে উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। আজ বুধবার ছিলো জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। এদিন সকালে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ইউএনও জাকির হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান তানিয়া আফরোজ ছাড়াও স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিক মিজানুর রহমান ঝিলু ও শেখ সাইদুর রহমান টুটুল বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষের দিকে ফোন পেয়ে মিজানুর রহমান ঝিলু, সাইদুর রহমান টুটুলসহ চারজন সাংবাদিক সংবাদ সংগ্রহে কিছু সময়ের জন্য অনুষ্ঠানস্থলের বাইরে যান। তবে কয়েকজন সাংবাদিক অনুষ্ঠানস্থলে অবস্থান করেন। এরপর ইউএনওর অফিসে গেলে ইউএনও জাকির হোসেন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কি প্রধান অতিথির চেয়ে বড় ভিআইপি? ইউএনও জাকির হোসেনের এ আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে সাংবাদিকরা তার কক্ষ ত্যাগ করেন। পরে দুপুরে ঘোড়দৌড় বাজারে বসে সাংবাদিকেরা অনির্দিষ্টকালের জন্য ইউএনও জাকির হোসেন ও উপজেলা প্রশাসনের সকল প্রকার সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেন। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ সাইদুর রহমান টুটুল, মিজানুর রহমান ঝিলু, মো. শওকত হোসেন, তাজুল ইসলাম রাকিব, মো. মানিক মিয়া, শেখ রাকিব হোসেন, সোহেল রানা, শহীদ সুরুজ ও আসাদউজ্জমান নবীন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭