স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় অতিমাত্রায় লোডশেডিং এর কারণে জন জীবন অতিষ্ট হয়ে পড়েছে ।পল্লী বিদ্যুৎ সমিতির কমলনগর জোনাল অফিসে শত অভিযোগ করেও কোন সমাধান পাওয়া যায়নি ।এলাকাবাসী জানান, কমলনগর উপজেলায় প্রতিদিনই ৭/৮ ঘন্টা বিদ্যুৎ থাকেনা। এতে নষ্ট হচ্ছে ফ্রিজে রাখা সব খাবার। তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় মাসের পর মাস পোলট্রি খামারীরা তাদের ব্যবসায় লোকসান গুনছেন। বৃদ্ধি পেয়েছে ব্রয়লার মুরগীর দাম। ক্ষতিগ্রস্থ হচ্ছেন মৎস চাষী, ব্যাটারী চালিত অটো রিক্সা, ভ্যান চালকসহ মাঝারী ও ক্ষুদ্র ব্যবসায়ীগন । হ্রাস পাচ্ছে উৎপাদন, বৃদ্ধি পেয়েছে যানবাহনের ভাড়া ও পরিবহণ ব্যয়। চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুদের পড়া-লেখা । চিকিৎসা সেবায় দেখা দিয়েছে অব্যবস্থাপনা। এ ছাড়া নারী, শিশু, বয়োজ্যেষ্ঠ রোগীসহ সাধারণ মানুষ তীব্র গরমে অতিষ্ট হয়ে মানবেতর জীবন যাপন করছেন।এরই মধ্যে দিলোকে হিট স্ট্রোকে মারা গেছে ৬৫ বছরের এক বৃদ্ধ।এ বিষয়ে কমলনগর জোনাল অফিসের এজিএম দেলোয়ার হোসেন জেলা অফিসে যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি তবে অফিসের ইঞ্জিনিয়ার ওসীম জনান, চাহিদার তুলনায় কম থাকায় এই লোড শেডিং। লোড শেডিং বিড়ম্বনার স্থায়ী সমাধান হবে কিনা জানতে চাইলে তিনি এর কোন জবাব দিতে পারেননি।(চলমান)
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭