ঢাকাবৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪

লক্ষ্মীপুরে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ


জুলাই ১১, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি : ‘কোটা নয়, মেধার ভিত্তিতে চাকুরি চাই। নারী যেখানে অগ্রসর,কোটা সেখানে হাস্যকর। কোটা দেশের গলার কাঁটা। কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। ৫২ এর হাতিয়ার জেগে উঠুক আরেকবার’ এমন নানা স্লোগানে মুখরিত লক্ষ্মীপুরের রাজপথে সাধারণ শিক্ষার্থীরা। তারা প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় কোটা বিরোধী আন্দোলনে নেমে পড়ে।বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে শহর পুলিশ ফাঁড়ির সামনে থেকে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে কোটা বিরোধী আন্দোলন নেমে পড়েন। আন্দোলনের বিক্ষোভ মিছিলটি শহরের ঝুমুর ট্রাফিক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে শিক্ষার্থীরা কিছুক্ষণ অবস্থান নেয়।কোটা বিরোধী শিক্ষার্থীদের দাবি হচ্ছে, ২০১৮ এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকুরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে, দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি করেন ।শিক্ষার্থীরা ক্ষোভ-প্রকাশ করে বলেন, তারা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা করেন। কিন্তু কিভাবে তাদের নাতিপুতিরা কোটার ভিত্তিতে চাকুরি পাবে? এসব বন্ধ করে মেধার ভিত্তিতে চাকুরি দিতে হবে। যদি তারা কোটার ভিত্তিতে চাকুরি পায়, তাহলে ৩০ লাখ শহীদের পরিবারের সদস্যরা কেনো পাবে না?

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।