ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরে মনোবল মহিলা সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৪ জুলাই) বেলা এগারোটা সদর উপজেলা দালাল বাজারস্থ আলিফ-মীম হাসপাতালের কনফারেন্স রুমে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএমএ ও স্বাচিপের সভাপতি ডা. জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আলিফ- মীম হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন বলেন, সন্তানকে বিভিন্ন চারিত্রিক গুণাবলির শিক্ষা দিতে হবে, তাকে সময় দিতে হবে এবং একইসঙ্গে সন্তানের আচার-আচরণের উপর খেয়াল রাখতে হবে যাতে পারিবারিক শিক্ষা সমুন্নত থাকে। স্কুল কর্তৃপক্ষের নিয়মিত খোঁজখবর রাখতে হবে- ক্লাস ঠিকমতো হচ্ছে কিনা; স্কুলে মাদক সেবন, র্যাগিং ইত্যাদি হচ্ছে কিনা। সন্তানকে কখনও অতিরিক্ত অর্থ দিবেন না। মটর সাইকেল, মোবাইল ফোন বা আইফোন কিনে দিবেন না। এই অনুষ্ঠানে আমি কথা দিচ্ছি অত্র এলাকাকে মাদক ও কিশোর অপরাধ মুক্ত করার জন্য সব রকমের সহযোগিতা করবো। তিনি আরও এছাড়া দেশের আইনশৃঙ্খলা বাহিনীকেও এগিয়ে আসতে হবে। গ্যাং সম্পর্কে তথ্য সংগ্রহ করে ডাটা বেইজ তৈরি করতে পারলে এ সমস্যা নিয়ন্ত্রণ করা অনেক সহজ। যেসব স্থানে গ্যাং সদস্যরা আড্ডা দেয়, সেসব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি থাকতে হবে। গ্যাংয়ের পৃষ্ঠপোষক ও নিয়ন্ত্রকদের আইনের আওতায় আনতে হবে। যে কোনো ধরনের অপরাধ বড় রূপ নেওয়ার আগে অপরাধীকে গ্রেফতার করতে হবে।“কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে করনীয় শীর্ষক” আলোচনা সভার সভাপতি বিশিষ্ট চিকিৎসক ও লক্ষ্মীপুর জেলা বিএমএর সভাপতি জাকির হোসেন বলেন, কিশোর গ্যাং হিসেবে কেউ জন্ম গ্রহন করে না বা এসব গ্যাং এক দিনে গড়ে ওঠেনা। সমাজে সুশিক্ষা কমে যাওয়া ও দুর্নিতি বেড়ে যাওয়ায় সাধারণত কিশোরদের মধ্যে ‘অ্যাডভেঞ্চার ফিলিং’ বা ‘হিরোইজম’ ভাব দেখা যায়। ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ, নেতৃত্ব ও ক্ষমতার আকাঙ্ক্ষা, সামাজিক বৈষম্য ও বঞ্চনা, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়, নৈতিক মূল্যবোধের অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতি এ ধরনের গ্যাংয়ের জন্ম দিচ্ছে।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন মাওলানা ইসমাইল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দালাল বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক এমদাদুল হক, দৈনিক জনতার স্টাফ রিপোর্টার ও লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ভাস্কর বসু রায় চৌধুরী, রায়পুরের কেরোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার শাহআলম, চাঁদখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইসলাম হোসেন,লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী ও সমাজসেবক রিয়াজ হোসেন, মনোবল মহিলা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শামসুন্নাহার, দালাল বাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজল খান, সমাজসেবক হাজী আব্দুর রহিম। এছাড়া ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭