ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা পৌরসভার ২০২৪/২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট চৌষট্টি কোটি আশি লাখ চুরানব্বই হাজার একশত উনআশি টাকা ঘোষণা করা হয়েছে।বুধবার সকালে পৌরসভা কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র ডাক্তার এ.কে.এম মেজবাহ উদ্দিন। ঘোষিত বাজেটের রাজস্ব আয় দেখানো হয়েছে পনেরো কোটি ছয় লাখ, ব্যায় এগারো কোটি ছত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা, উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে সাত চল্লিশ কোটি পয়তাল্লিশ লাখ, ব্যায় পয়তাল্লিশ কোটি ছেষট্টি লাখ আর রাজস্ব উদ্ধৃত দেখানো হয়েছে পাঁচ কোটি উনচল্লিশ লাখ বিরানব্বই লাখ তিনশত অষ্টাশি টাকা।বাজেট ঘোষণায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শওকত আলী, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, ভালুকা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আঃ রউফ, আওয়ামী লীগ নেতা ইকবাল তালুকদারসহ পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭