আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হাওলাদার এর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পাচগাও বাজারের ব্যবসায়ীদের আয়োজনে ও বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান মোল্লা’র নেতৃত্বে শুক্রবার বাদ আছর মোল্লা মার্কেটে এ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত ইউপি চেয়ারম্যান সুমন হাওলাদার এর ছোট ভাই লিমন হাওলাদার, পাচগাও বাজারের ব্যবসায়ী সোহেল মোল্লা, মনির বাঘ,নুরু বেপারি, সামাদ বেপারী,জামাল হোসেন,রতন মোল্লা,সেলিম বেপারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উল্লেখ্য, পাচগাও আলহাজ্ব ওয়াহেদ আলি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন কে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হোন চেয়ারম্যান সুমন হাওলাদার। পরে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাত জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ২-৩ জন কে আসামি করে টঙ্গীবাড়ির থানায় একটি হত্যা মামলা করেন নিহতের ছোট ভাই ইমন হাওলাদার। পুলিশ ঘটনার দিন ৩ আসামী কে গ্রেফতার করলেও মূল আসামী এখনো পলাতক রয়েছে।