ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুলাই ২০২৪

পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র বাড্ডা


জুলাই ১৮, ২০২৪ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছুড়েছে পুলিশ। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভেতরে ঢুকে যায় পুলিশ।  এর আগে সকাল সাড়ে ১০টার পরে রাস্তায় অবস্থান নেয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা পৌনে ১১টার দিকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে বেলা ১১টার দিকে পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভেতরে ঢুকে যায়। বাইরে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে। সেখানে বেশ কয়েকটি দোকানপাট, স্থাপনায় ভাঙচুর চালানো হয়।বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে আন্দোলনকারীদের দিকে রাবার বুলেট ছোড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।এদিকে সংঘর্ষের জেরে মেরুল বাড্ডা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশের ছররা গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডের শব্দে কেঁপে উঠছে পুরো এলাকা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।