মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধিঃ কোটা সংস্কারের দাবিতে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে পৃথক দুই দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ – জুলাই) সকালে ও দুপুরে পঞ্চগড় চৌরঙ্গী মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কোঠা নাকি মেধা- মেধা মেধা, কোঠা প্রথা নিপাত যাক- মেধাবীরা মুক্তি পাক এই স্লোগানে মুখরিত হয় চৌরঙ্গী মোড় এলাকা। দুটি পৃথক কর্মসূচিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কোঠা বিরোধী আন্দোলন সম্পন্ন করে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমরা কোন রাজনৈতিক দলের ইন্ধনে বা ডাকে এখানে আসিনি। আমাদের এই কর্মসূচি মুক্তিযুদ্ধ বিরোধী বা সরকারবিরোধী কোনো কর্মসূচি নয়। আমরা এসেছি আমাদের অধিকার আদায়ের জন্য। আমরা চাই কোটাপ্রথা বাতিল করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দেওয়া হোক। এতে আমরা সাধারণ শিক্ষার্থীরা এবং পরবর্তী প্রজন্ম শিক্ষার প্রতি আরো গুরুত্ব বাড়বে পড়ালেখায় মনোযোগী হবে। অনেক অসহায় দুঃস্থ পরিবারের মুখে হাসি ফুটবে। আর এই কোটাপ্রথা চলমান থাকলে সাধারণ শিক্ষার্থীরা পড়ালেখায় গুরুত্ব হারাবে। এতে জাতি মেধাশূন্য হয়ে পড়বে। আমাদের এই দাবি অর্জন না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো এবং প্রয়োজনে আরো কঠিন কর্মসূচি ঘোষণা করবো। সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি না করে আন্দোলন চলছে। চলমান এই আন্দোলনে হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সকলেই।