টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় বিশ্বজিৎ (২০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার আউটসাহী ইউনিয়নের বলই গ্রামের গৌতম সরকারের ছেলে।বুধবার (৩ জুলাই) তার বিরুদ্ধে ধর্ম অবমাননা আইনে ৩টি ধারায় মামলা দায়ের শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।মামলার বাদী মো. সাজ্জাদ হোসেন বলেন, গেল ৩০জুন রাত দের টার দিকে বিশ্বজিৎ সরকার তার ফেইসবুক একাউন্ট থেকে ছোবহান শেখ নামের এক ব্যক্তির কমেন্টসে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্মী অবমাননাকর মন্তব্য করেন। এ ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজন ক্ষোভে ফুঁসে উঠেন। তারা ওই হিন্দু যুবকের বিচারের দাবিতে বিক্ষোভ-আন্দোলন ও মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করেন। পরবর্তীতে মঙ্গলবার (২ জুলাই) এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় অভিযোগ দেয়ার করি।বিশ্বজিতকে আটকের ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, মহানবীকে কটূক্তি করে ফেইসবুকে লেখার কারণে বিশ্বজিৎ সরকার নামের এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ম অবমাননা আইনের ২৯৫/ ২৯৫এ/ ১৫৩এ প্যনাল কোর্ট ধারায় মামলা দায়ের হয়েছে। তিনি আরও বলেন, হিন্দু ওই যুবককে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭