ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের শৈলকুপায় হামদামপুর গ্রামে ছোট ভাই কর্তৃক বড় ভাইয়ের বাড়ি দখলের অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় একটি বাড়ির ঘরের ভেতর দিয়ে টিনের বেড়া দিয়ে আটকে দিয়েছে। যাহা উভয় পরিবারের জন্য চলাচলের বিঘ্ন ঘটছে। বড় ভাই সাইদুর রহমানের দাবি, এই ঘরটি ২০১৪ সালে আমি করেছি। সেভাবেই বসবাস করে আসছিলাম। গত ছয় - সাত বছর আগে ছোট ভাই কামরুল ইসলাম কোন থাকার জায়গা না থাকায় আমার এই বাড়িতে একটা রুম দিয়ে থাকতে দিয়েছিলাম ৫ বছরের জন্য। যে এই পাঁচ বছরের মধ্যে একটা বাড়িঘর করে চলে যাবে। কিন্তু এখন পাঁচ বছরের অনেক বেশি সময় পার হলেও ঘর ছাড়ছে না। উল্টো আমাকে এ বাড়িতে থাকতে দিচ্ছে না। বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে ও আমাকে খুন করে মেরে ফেলতে চেয়েছে এ বিষয়ে ৫ নং কাঁচেরকোল ইউনিয়নে গ্রাম আদালতের কাছে বিচার চেয়েছিলাম। সেখানে শুনানির দিন কামরুল হাজির থাকে না। পরপর তিনবার এরকম করাতে চেয়ারম্যান মাতব্বরদের মাধ্যমে জেনে আমার পক্ষে রায় দেন। এরপর ও যদি কামরুল না মানে কোর্টে আইনি পরামর্শ নিতে বলেন তারা,সাইদুর রহমান আরো বলেন এই জায়গা আমি আমার তিন বোনের কাছ থেকে রেজিস্ট্রি করে কিনে নিয়েছি, কামরুলের বাড়িতে গিয়ে তাকে বাড়িতে পাওয়া যাই নি পরবর্তীতে তার স্ত্রী শাপলা জানান, এ সবই মিথ্যা কথা। আমার বিয়ের আগে আমার স্বামী আর সাইদুর রহমান ঢাকাতে একসাথে কাজ করতেন। সেই সময় উভয়ের টাকা দিয়ে এই বাড়িতে কাজ শুরু করেন। যাতে দুই ভাই একসাথে থাকতে পারেন কিন্তু এখন আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিতে চায়। ঐ সময় কামরুলের টাকা দিয়ে ঘর করে। এই জায়গায় চার ভাইয়ের ভাগ আছে। তারমধ্যে কামরুলের জায়গার ভাগ আছে।এই বিষয়ে কামরুলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি এই বিষয়ে কোন কিছু বলতে চাই না, আপনাদের যা মন চাই তাই করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭