মুন্সিগঞ্জ প্রতিনিধি: সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের প্রতিবাদ ও কোটা সংস্কারের একদফা দাবিতে মুন্সিগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১২টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মুন্সিগঞ্জ প্রেসক্লাব ফটকে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা।পরে বের হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি সুপারমার্কেট ও কাচারি চত্ত্বর সহ বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে উঠে শহরতুলি। বিক্ষোভে অংশনেয় কয়েক শতাধিক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।আন্দোলনকারীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা নৃশংসতার দ্রুত বিচারের দাবি জানান। এবং সর্বোচ্চ ৫শতাংশ রেখে কোটা সংস্কারের সরকারি সিদ্ধান্ত ঘোষনার দাবি জানান।আন্দোলনের একজন সমন্বয়ক শাহরিয়ার আমিন বলেন, আমরা কোটার বিলপ্তি নয় সংস্কারের দাবিতে সড়কে নেমেছি। এটি লাখো শিক্ষা যৌক্তিক দাবি। একই সাথে সাধারণ শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা করা হয়েছে। কেনো এই নির্মমতা? আমরা সাম্যের কথা বলছি, অধিকারের কথা বলছি"সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই" উল্লেখ্য করে শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, সরকারের প্রতি অনুরোধ দ্রুত আমাদের কোটা সংস্কারে দাবি মেনে নিতে হবে। এবং নির্যাতনকারীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭