ঝিনাইদহ প্রতিনিধি:কোটা সংস্কারের দাবিতে ঝিনাইদহে সাধারণ ছাত্র ছাত্রীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। ১৪ই জুলাই ২০২৪ রোজ রবিবার বেলা ১১ ঘটিকায় ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল মাঠ থেকে ঝিনাইদহে বিভিন্ন শিক্ষার প্রতিষ্ঠানের সাধারণ ছাত্র-ছাত্রীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বাহির হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে অবশেষে পায়রার চত্বরে একটি সমাবেশ করে। উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন শারমিন সুলতানা সমষ্টি পরিচালনা করেন আব্দুল্লাহ আল মামুন। সমাবেশে বক্তব্য রাখেন নুসরাত জাহান সাথী, এলমা, রেহান, স্বাধীন, সাইদুর, এনামুল।সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির নিকট স্মারকলিপি পাঠান।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭