নাছির উদ্দীন নাছির বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল ২০১৮ সালে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিলো, সেই আন্দোলনে আমরা নৈতিক সমর্থন দিয়েছি এবং সেখানে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। এখন যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনেও আমরা সমর্থন দিচ্ছি। আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা যে কোটা সংস্কারের বিষয়ে যে আন্দোলন করছে- সেটির বিষয়ে একটা চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত। বিএনপির পক্ষ থেকে মহাসচিব এ বিষয়ে বিবৃতি দিয়েছেন।
তিনি বলেন, ছাত্রদলের পক্ষ থেকে আমাদের যে বক্তব্য সেটি হচ্ছে, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই। এটি আমাদের অফিশিয়াল বক্তব্য। চলমান যে গণতান্ত্রিক আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা করছে, এই আন্দোলনের সঙ্গে ছাত্রদল পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে এবং একই সঙ্গে আমরা বিশ্বাস করি, এই আন্দোলন ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের রুখে দিয়ে- এই আন্দোলন সফল হবে ইনআশাল্লাহ।
কোটা বাতিল নয়, কোটা সংস্কারের দাবি তুলে ধরে নাছির বলেন, ২০১৮ সালে যখন কোটা মুভমেন্ট হয়েছিলো, তখন ছাত্রদলের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি এবং তাদেরকে সমর্থন দিয়েছিলাম। আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, ২০১৮ সালে যে আন্দোলন হয়েছিলো- সেই আন্দোলনটি ছিলো কোটা সংস্কার আন্দোলন, এর নামই ছিলো কোটা সংস্কার আন্দোলন। কিন্তু অবৈধ প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে সেটিকে কোটা সংস্কার না করে কোটা বাতিল করে দিয়েছেন, একটা প্রশাসনিক সিদ্ধান্তের বলে। তখনকারা যারা আন্দোলন করেছে তারা কিন্তু কেউ কোটা বাতিল চায়নি, সবাই চেয়েছে কোটা সংস্কার।
এজন্যই অবৈধ প্রধানমন্ত্রী এটা (কোটা বাতিল) করেছেন। তিনি যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির একটা ইস্যু ছিলো সেটিকে যেভাবে আদালতকে ব্যবহার করে তিনি ওই রায়টি তার পক্ষে নিয়েছিলেন, ঠিক তেমনি কোটার এই যে একটা নিষ্পত্তি ছিলো সেটা তিনি আদালতকে ব্যবহার করে আবার কোটাকে পুনঃস্থাপন করেছেন।
তিনি বলেন, আপনারা দেখেছেন যে, গণমাধ্যমে প্রকাশিত ১০ থেকে ১২ বছরে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে প্রায় ১২ থেকে ১৩ হাজার আওয়ামী লৗগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দেয়া হয়েছিলো। এখন এই ভুয়া মুক্তিযোদ্ধা সনদ যাদেরকে দেয়া হয়েছে তাদেরকে যদি নিয়োগ দিতে হয় তাহলে কোটাকে পুনঃস্থাপিত করতে হবে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতকে ব্যবহার করে খুনী শেখ হাসিনার সরকার কোটাকে আবার বহাল করেছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, কোটাবিরোধী আন্দোলনে যারা রয়েছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি।
একই সঙ্গে আমি বলতে চাই, আপনারাও এই গুম-খুনের সংস্কৃতি গড়ে তুলেছে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে আপনারাদেরকে সোচ্চার হতে হবে এবং ভারতের যে অবৈধ হস্তক্ষেপসহ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সোচ্চার হউন। ঢাকা কলেজের যেসকল নেতৃবৃন্দ কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বলছি, আপনাদের কলেজের সহপাঠী আতিকুর রহমান রাসেলকে গুম করা হয়েছে, তার সন্ধানের আপনারাও দাবি জানাবেন, সেটা আমরা প্রত্যাশা করি।
তিনি বলেন, রাসেলের নামে কোনো মামলা নেই, কোনো ওয়ারেন্ট নেই। বিনা কারণে তাকে গুম করা হয়েছে আমরা জানি না। বার বার আমাদের ভাইদের গুম করা হয়েছে, আজ অবধি আমরা তাদেরকে পাইনি। আমরা বলতে চাই, গণতান্ত্রিক লড়াইয়ে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। এখন যদি আমাদের ভাইদের এভাবে গুম করা হয়. আমরা স্পষ্ট করে বলতে চাই, ছাত্রদল ভীত নয়, ছাত্র দলের একজন নেতাকর্মীও ভীত নয়, রাসেলের সন্ধানে ছাত্রদল রাজপথে থাকবে, আমরা আমাদের ভাইদের অবশ্যই প্রতিশোধ নেবো।
সংবাদ সম্মেলনে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, আজকে ১২দিন যাবৎ আমাদের সহযোদ্ধা গুম হয়ে আছেন। আমরা অত্যন্ত উৎকণ্ঠা ও আশঙ্কার মধ্যে আছি। আমাদের পাশাপাশি রাসেলের পরিবারও অত্যন্ত উৎকন্ঠার মধ্যে সময় পার করছেন। আমরা এই জন্য আতঙ্কিত যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে যে গুমের রাজত্ব কায়েম করেছিলো আমাদের মনে হচ্ছে, সেটা আবার ফিরে আসতে শুরু করেছে। রাসেল গুম হওয়ার পরও সরকারের প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী কোনো সাড়া শব্দ করছেন না, একটা কথাও বলছেন না। আমরা ঘোষণা করতে চাই, অনতি বিলম্বে রাসেলকে আমাদের মাঝে ফিরিয়ে দেয়া না হয় তাহলে আগামী দুই একদিনের মধ্যেই ঢাকাসহ সারাদেশে এর প্রতিবাদে আন্দোলন শুরু করব এবং যতক্ষণ পর্যন্ত না রাসেলকে ফিরিয়ে দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই সরকারের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো, এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭