নিজস্ব প্রতিনিধি: নারী এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। তবে বাংলাদেশ দল না থাকলেও ফাইনালে থাকছেন এক বাংলাদেশি। ফাইনালে আম্পায়ারিং করছেন বাংলাদেশি নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি।শিরোপা নির্ধারণী এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে আছেন জেসি। চলমান এশিয়া কাপে তিন ম্যাচে অনফিল্ড আম্পায়ার ও দুই ম্যাচে টিভি আম্পায়ারের ভূমিকায় দেখা গিয়েছে বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারকে। এবারই প্রথম এশিয়া কাপে আম্পায়ারিং করছেন জেসি। আর প্রথমবারেই ফাইনালের দায়িত্ব পেলেন তিনি।শিরোপা নির্ধারণী এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে আছেন জেসি। চলমান এশিয়া কাপে তিন ম্যাচে অনফিল্ড আম্পায়ার ও দুই ম্যাচে টিভি আম্পায়ারের ভূমিকায় দেখা গিয়েছে বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারকে। এবারই প্রথম এশিয়া কাপে আম্পায়ারিং করছেন জেসি। আর প্রথমবারেই ফাইনালের দায়িত্ব পেলেন তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭