ঢাকামঙ্গলবার , ৩০ জুলাই ২০২৪

ছাত্র আন্দোলন: এক সপ্তাহে বাংলাদেশে ভিপিএন ব্যবহার বৃদ্ধি পেয়েছে শতকরা ৫০১৬ ভাগ


জুলাই ৩০, ২০২৪ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: পাঁচদিন ইন্টারনেট বন্ধ থাকার কারণে শুধু গত সপ্তাহে বাংলাদেশে ভিপিএন ব্যবহার বৃদ্ধি পেয়েছে শতকরা ৫০১৬ ভাগ। ভিডিএন মেন্টর রিসার্স টিমের এক রিপোর্টে এ কথা বলা হয়েছে। তাদের গবেষণায় দেখা গেছে ২২শে জুলাই থেকে নাটকীয়ভাবে ভিডিএনের চাহিদা বৃদ্ধি পেয়েছে। তিনদিন পরে ২৫শে জুলাই এর চাহিদা ছিল সর্বোচ্চ। অনলাইন দ্য হিন্দুতে প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে। ২৯শে জুলাই প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে রোববারও এর ব্যবহার বৃদ্ধি দেখা গেছে শতকরা ২৫০০ ভাগ।এতে বলা হয়, কোনো দেশের সরকার যখন ইন্টারনেট বা কোনো সাইট বা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়, তখন ব্যবহারকারীরা ভিপিএনের আশ্রয় নেন। তারা ফায়ারওয়াল এবং নিজেদের আইপি’কে এড়িয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। অন্য দেশের ওয়েবসাইট বা বন্ধ যেকোনো সাইটে প্রবেশ করতে পারেন। গবেষকদল একই রকমভাবে গত এক সপ্তাহে বাংলাদেশে এই প্রবণতা দেখতে পেয়েছেন। কারণ এ সময়ের বেশির ভাগ সময় ইন্টারনেট বন্ধ ছিল, সীমিতভাবে চালু করলেও সুনির্দিষ্ট কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম স্থগিত করে রাখা হয়েছে।এর আগে মার্চে স্পেনের মাদ্রিদে বিরোধীরা প্রতিবাদ বিক্ষোভ করেন। এতে ওই মাসে স্পেনে ভিপিএনের চাহিদা বৃদ্ধি পায় দিনে শতকরা ৩৩০ ভাগ। এর দু’সপ্তাহ পরে সেখানে টেলিগ্রাম বন্ধ করে দেয়া হয় সাময়িকভাবে। ফলে ওই সময় ভিপিএন ব্যবহার বৃদ্ধি পেয়েছে শতকরা ১৫০ ভাগ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।