নিজস্ব প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়য়ে চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাবি কোটা আন্দোলনের সমন্বয়করা।আজ সোমবার বিকাল সাড়ে ৪টায় একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বের হয়ে প্রধান ফটক ডাইরি গেইট ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয়। পরে একটি সমাবেশে চার দফা তুলে ধরা হয় এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক সোহাগী সামিয়া বলেন, আমরা একটা যৌক্তিক আন্দোলনে নেমেছি। আমরা আলোচনা করতে চেয়েছি কিন্তু এই স্বৈরাচারী অবৈধ সরকার তার লেজুড়বৃত্তিক ক্যাডার ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করতে। আমি সকল দলমত নির্বিশেষে সবাইকে বলতে চাই এই আন্দোলন জনগণের আন্দোলন। তিনি আরও বলেন, যে দেশে শিক্ষার্থীরা ছাত্রলীগের রামদার সামনে দাঁড়িয়ে, পুলিশের গুলির সামনে দাড়িয়ে আন্দোলন করতে পারে। সে দেশে স্বৈরাচার সরকার টিকতে পারবে না।এসময় আন্দোলনকারীরা চার দফা দাবি পেশ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
চার দফা দাবি হলো:১. কেন্দ্রীয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।২. কেন্দ্রীয় সমন্বয়কদের উপর নৃশংস অত্যাচারের বিচার করতে হবে এবং তাদের মুক্তি দিতে হবে। একই সাথে তাদেরকে জিম্মি করে জোর করে আন্দোলন বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করছি।৩. সারাদেশে শহীদদের হত্যার পেছনে জড়িতদের অবিলম্বে বিচার করতে হবে।৪. সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের উপর মামলা এবং গণ-গ্রেফতার বন্ধ করতে হবে।