আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এক কাঠ ব্যবসায়ী কে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার রাত ১০ঃ৩০ মিনিটে হাসাইল বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাঠ ব্যবসায়ী কাদির মোল্লা(৫৫) গুরুতর আহত হয়।এলাকাবাসী জানায়, হাসাইল এলাকার রমিজ উদ্দিন হাওলাদার ছেলে শহিদুল হাওলাদার এর থেকে একই এলাকার মতি মোল্লার ছেলে কাদির মোল্লা ১৭ হাজার টাকার কাঠ কিনেন। পরে ১৬ হাজার টাকা পরিশোধ করে ১ হাজার টাকা বাকি রাখেন। শনিবার (১জুন) রাতে পাওনা টাকা নিতে এসে কাদির মোল্লা কে অকথ্য ভাষায় গালাগালি করেন শহিদুল হাওলাদার। পরে কাদির মোল্লা বলেন টাকা পাবেন টাকা নিবেন গালাগালি করেন কেনো? এ সময় শহিদুল হাওলাদার ক্ষিপ্ত হয়ে কাদির মোল্লা কে চর থাপ্পড় মারে। এ সময় উভয় পক্ষের হৈচৈ শুনে বাজারে থাকা লোকজন এসে উভয় পক্ষ কে শান্ত করে পাঠিয়ে দেয়। এঘটনার প্রায় এক ঘন্টা পরে শহিদুল হাওলাদার ও তার ছেলে সাইফুল প্রায় ১০-১৫ জন সন্ত্রাসী নিয়ে কাদির মোল্লার দোকানে হামলা চালায়। এ সময় জীবন রক্ষার্থে কাদির মোল্লা তার মামা শশুর বাবুল বালার বাড়িতে আশ্রয় নিতে গেলে সেখানে যাওয়ার পথেই কাদির মোল্লার উপর হামলা চালায় শহিদুল হাওলাদার গংরা। পরে এলাকাবাসী কাদির মোল্লা কে আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।এ ঘটনায় কাদির মোল্লার ছেলে আসলাম মোল্লা বাদী হয়ে শহিদুল হাওলাদার গংদের বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন।এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি মোল্লা সোয়েব আলি জানান, এ ঘটনায় হামলার স্বীকার ভুক্তভোগীর স্বজনরা অভিযোগ করতে থানায় আসছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।