ঢাকাশনিবার , ২২ জুন ২০২৪
আজকের সর্বশেষ খবর

জানালার গ্রিল চুরি করে বিক্রির উদ্দেশ্যে ছাত্রলীগ নেতা


জুন ২২, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ গত  ২১শে জুন ২০২৪ইং,জানালার গ্রিল চুরি করে বিক্রি করতে যাচ্ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের জানালার গ্রিল চুরি করে ধরা পড়েছেন এক ছাত্রলীগ নেতা। জানালার গ্রিল চুরি করার পর বিক্রির উদ্দেশ্যে বের হলে গতকাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে নিরাপত্তা কর্মীরা তাকে আটক করেন।অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম মোহাম্মদ জুয়েল। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্সুরেন্স বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাবেক সহ-সম্পাদক এবং উপগ্রুপ সিক্সটি নাইনের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম বলেন, জানালার গ্রিল পরিত্যক্ত হোক আর যাই হোক, একজন শিক্ষার্থী কখনোই বিশ্ববিদ্যালয়ের সম্পদ বাইরে নিয়ে যেতে পারে না। ছেলেটি ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত হবে না বলে অঙ্গীকার করেছে। আমরা মুচলেকা নিয়ে ছাত্রলীগ নেতা জুয়েল-কে ছেড়ে দিয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।