ঢাকাশনিবার , ২২ জুন ২০২৪

লক্ষ্মীপুরে ১৫ কেজি গাঁজাসহ তিন নারী আটক


জুন ২২, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট লঞ্চঘাটে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ তিন নারীকে আটক করেছে নৌ-পুলিশ।শুক্রবার (২১ জুন) দুপুরে তাদেরকে আটক করা হয়। বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর তাদেরকে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।আটক নারীরা হলেন, গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানাধীন গুয়াবাহার গ্রামের ইয়াদ আলীর স্ত্রী জোবেদা বেগম (৫০), কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কাইকার চর গ্রামের মো. সাগরের স্ত্রী বিথী আক্তার (২৬) ও কুমিল্লার চান্দিনা থানাধীন ভোমরকান্দি দক্ষিণ পাড়া গ্রামের মো. জালাল হোসেনের স্ত্রী মাহফুজা আক্তার (২৩)।নৌ-পুলিশ জানায়, আটককৃতরা গাঁজা নিয়ে কুমিল্লা থেকে বাসযোগে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ঘাটে আসে। তারা গাঁজাগুলো নিয়ে লঞ্চে করে ভোলার উদ্দেশ্যে যাবার কথা ছিল। তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় লঞ্চঘাটে দায়িত্বরত নৌ-পুলিশের সদস্যরা তাদরকে আটক করে একজন নারীকে দিয়ে তল্লাশি চালায়। এ সময় তাদের তিন জনের দেহে বাঁধা অবস্থা থেকে ৫ কেজির তিন প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) বিকাশ চন্দ্র চৌধুরী জানান, আটককৃত নারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনি নিজে বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।