ঢাকামঙ্গলবার , ৪ জুন ২০২৪
আজকের সর্বশেষ খবর

হাসাইল বাজারের ব্যবসায়ী ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন


জুন ৪, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বাজারের কাঠ ব্যবসায়ী কাদির মোল্লার ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হাসাইল বাজারের ব্যবসায়ীদের আয়োজনে মঙ্গলবার বিকেল ৫ টায় হাসাইল-টঙ্গীবাড়ী রোডে স্থানীয় এলাকাবাসী ও হাসাইল বাজারের ব্যবসায়ীরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, মাত্র ১ হাজার টাকার জন্য গত পহেলা জুন রাতে হাসাইল বাজারের ব্যবসায়ী কাদির মোল্লা কে একই এলাকার শহিদুল হাওলাদার, তার ছেলে সাইফুল হাওলাদার, ভাড়াটে সন্ত্রাসী রাতুল মুন্সী,মজিদ সরদার সহ প্রায় ১০-১৫ জন বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা কাদির কে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করেন। এ ঘটনায় কাদির মোল্লার ছেলে আসলাম মোল্লা বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় মামলা দায়ের করেন। হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানান মানববন্ধনকারীরা।মানববন্ধনে উপস্থিত ছিলেন বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নেকবর মেলকার, সাবেক ছাত্রলীগ নেতা মাসুম সরদার, হাসাইল বাজারের ব্যবসায়ী আল আমিন গাইন,কবির বালা, চান মিয়া সরদার,শফি শেখ,আছান উল্লাহ শেখ,জসিম শেখ,বাবুল বালা সহ স্থানীয় এলাকাবাসী।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।