শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় দুইদিন ব্যাপী কৃষক / কৃষানী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১০ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী কৃষক - কৃষানী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমান, উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান।এ সময় বক্তাগণ বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হলে ১ ইঞ্চি প্রতিত জমি ফেলে রাখা যাবে না। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক - কৃষানীকে প্রশিক্ষণ প্রদান করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭