ঢাকামঙ্গলবার , ৪ জুন ২০২৪
আজকের সর্বশেষ খবর

সিরাজদিখানে ক্রিকেট খেলা কে কেন্দ্র করে হামলায় ১ জন নিহত!


জুন ৪, ২০২৪ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

সিরাজদীখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার ও ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের  চাপাতির কোপে মোঃ হাশেম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার বিকাল ৪ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে । নিহত হাশেম বাসাইল ইউনিয়নের উত্তর পাথরঘাটা গ্রামের সুলতান মিয়ার পুত্র ও বাসাইল ইউপি চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম যুবরাজের ব্যক্তিগত গাড়ী চালক।  পুলিশ ও স্থানীয়রা জানান,লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মনু বেপারীর ছেলে জাবেদ ওমরের সাথে একই গ্রামের  আব্দুর রহমানের পুত্র ও বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজের জামাতা  মো.জহিরুলের সাথে দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিলো । গেলো ৩১ মে রামকৃষ্ণদী বাজার  মাঠে  ক্রিকেট খেলা নিয়ে  দু’পক্ষের মধ্যে মারামারি হয় । সোমবার সকাল ১০ টায় স্থানীয়রা দুপক্ষের মধ্যে বিচার শার্লিশ করে মিমাংশা করেন । কিন্তু বিকাল ৪ টার দিকে জাবেদ ওমরের লোকজন জহিুরুলের লোজনের ওপর হামলা করে । এ সময় জহিরুলের সমর্থক মো.হাশেমকে চাপাতি দিয়ে এলোপাথারী কোপালে ঘটনাস্থলেই সে মারা যায় ।  বাসাইল ইউপি চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম যুবরাজ বলেন,শুধু ক্রিকেট খেলা নিয়ে নয় ,জাবেদ ওমর গেলো ২৯ শে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে বিপুল ভোটে ফেল করেছে ,আমার মেয়ের জামাই জহিরুল তাকে সমর্থন না করায় আমার লোকজনের ওপর হামলা করেছে।সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো.মোক্তার হোসেন জানান,ক্রিকেট খেলা নিয়ে আজ প্রতিপক্ষের ওপর হামলা হয়েছে । নিহতের লাশ থানায় আনা হয়েছে । মামলা প্রস্তুতি চলছে ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।