রুবেল শেখ পাবনাঃ পাবনার স্থানীয় পত্রিকা দৈনিক পাবনার চেতনার প্রতিষ্ঠাতা ও পাবনা এমবিএ ক্লাবের সভাপতি রোটাঃ আজিম উদ্দিন-এমবিএ'র ১০ম মৃত্যুবার্ষিকী আজ।প্রয়াত আজিম উদ্দিন সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি একাধারে সন্ধানী ব্লাড ডোনার ক্লাব, রোটারী ক্লাব অব পাবনা, পাবনা এমবিএ ক্লাব, মানবাধিকার উন্নয়ন কমিশন (সহ-সভাপতি), জাতীয় প্রতিবন্ধি সংস্থা,আঞ্জুমান মুফিদুল ইসলাম, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, দর্পন সমাজ উন্নয়ন সংস্থা (ভাইস চেয়ারম্যান), জাতীয় যক্ষা নিরোধ সমিতি (সাংগঠনিক সম্পাদক), জনস্বাস্থ্য আন্দোলন পিএইচএম-ঢাকা,বাংলাদেশ প্রবীণ হিতষী সংঘ, পাবনা রাইফেল ক্লাব সহ আরো অনেক সংগঠনের সাথে কাজ করেছেন।২০০৪ সালে সিরাজগঞ্জ জেলায় সাংবাদিকতার সেরা অ্যাওয়ার্ড 'জনতা'য় ভুষিত হন তিনি। তার হঠাৎ করে চলে যাওয়াটাকে এখনো অনেকে দুঃস্বপ্ন মনে করেন।তিনি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার গ্রৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ গ্রামের বাসিন্দা ছিলেন। ২০১৪ সালের ২৮ জুন টাঙ্গাইল এর কালিহাতিতে আজকের এই দিনে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনি চির বিদায় নেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭