ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরে আদিলপুর এলাকায় কাঠের তৈরি তাকের নিচে চাপা পড়ে জাহিদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (১০ জুন) দুপুর আড়াইটার দিকে পৌরসভার ১৩ নং ওয়ার্ডের আদিলপুর গ্রামের শামসুল হক হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। জাহিদ ওই বাড়ির কাঠ মিস্ত্রি রবিন হোসেনের ছোট ছেলে।পরিবারের লোকজন জানায়, জাহিদের বাবা রবিন বাড়ির উঠানে কাঠের তাক বানিয়ে গাছের সঙ্গে হেলান দিয়ে রাখেন। শিশু জাহিদ সবার অগোচরে ওই তাক নিয়ে খেলা করেছিল। এ সময় কাঠের তাকটি তার ওপর পড়ে যায়। এতে শিশুটির মাথা ফেটে যায়।বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে জানায়।জাহিদকে হারিয়ে তার পারিবারসহ এলাকার লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭