লক্ষ্মীপুর প্রতিনিধি : ইভটিজিংয়ের দায়ে লক্ষ্মীপুরের রায়পুরে জিহাদ হোসেন (১৮) নামে এক কিশোরকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১০ জুন) উপজেলার হায়দরগঞ্জের শহর আলীর মোড় থেকে তাকে আটক করা হয়।ছেলের বাবার নাম বাবুল ব্যাপারী। তারা স্থানীয় বাসিন্দা। আটককালে কিশোর জিহাদের কাছে গাঁজা পাওয়ার পাশাপাশি একটি বিদেশী ছুরি জব্দ করা হয়।জানা যায়, হায়দরগঞ্জের রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া মারিয়া আক্তার, স্বপ্না ও বৃষ্টি নামে কয়েকজন ছাত্রীকে দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছিলো বখাটে জিহাদ।নবম শ্রেণি পড়ুয়া মারিয়া আক্তার (১৪) বলেন, জিহাদ বিভিন্ন অশালীন ভাষা প্রয়োগ করতো। অশালীন অঙ্গভঙ্গি দেখাতো। তাই আমরা এসিল্যান্ড স্যারের কাছে নালিশ করেছি।মারিয়ার মা শিল্পী বেগম বলেন, আমার মেয়েকে উত্যক্ত করায় আমরা অভিযোগ দিয়েছি। বিচার ও প্রতিকার পেয়েছি। প্রশাসনকে ধন্যবাদ।আদালত পরিচালনা শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেদ আরমান বলেন, ছাত্রী ও তার পরিবারের অভিযোগ পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল থেকে কিশোর জিহাদ হোসেনকে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭