আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কমলনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।রবিবার (২৩ জুন) সকালে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি নিজাম উদ্দিন ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ আহবায়ক মেজবাহ উদ্দিন আহম্মেদ বাপ্পি সহ সকল নেতা কর্মিগন।দুপুরে উপজেলার রামগতি - লক্ষ্মীপুর সড়কের হাজিরহাট বাজারে চর জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে রামগতি - লক্ষ্মীপুর সড়কে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের করে হাজিরহাট উত্তর বাজার প্রদক্ষিণ করে আবারো ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।র্যালিতে নেতৃত্ব দেন লক্ষ্মীপুর -০৪ রামগতি (কমলনগর) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল মামুন, আওয়ামীলীগের উপজেলা সভাপতি নিজাম উদ্দিন ও সাবেক উপজেলা চেয়ারম্যান যুবলীগ আহবায়ক মেজবাহ উদ্দিন আহম্মেদ বাপ্পি ।কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল মামুন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলার যুবলীগ আহবায়ক হেলাল উদ্দিন বিপি হেলাল ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তি যোদ্ধা সফিক উদ্দিন, মাষ্টার মফিজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: দুলাল,প্রচার সম্পাদক রায়হান,কৃষি বিষয়ক সম্পাদক ডা: হারুন, যুব ও ক্রিয়া সম্পাদক আবুল বাছেদ, সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা ওমর ফারুক সাগর, চর ফলকন সাবেক চেয়ারম্যান রাশেদ বিল্লা আলমগীর,চর কাদিরার সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম রাজু,সাহেবের হাট ইউনিয়ন চেয়ারম্যান আবুল খায়ের, কমলনগরের তরুন উদীয়মান নেতা মিরাজ হোসেন শান্ত,মোছলেহ উদ্দিন মেম্বার,চর ফলকন ইউনিয়ন সভাপতি আবদুল ওয়াহেদ,সাধারণ সম্পাদক রিপন,যুবলীগ নেতা সোহেল সর্দার সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।বিকেল ৪টায় কেক কাটার মধ্য দিয়ে উপজেলা আওয়ামিলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান দোলন এর সঞ্চালনায় প্রধান অতিথি আবদুল্লাহ আল মামুন, উপজেলা আআওয়ামীলীগ সভাপতি নিজাম উদ্দিন ও সাবেক উপজেলা চেয়ারম্যান যুবলীগ আহবায়ক মেজবাহ উদ্দিন আহম্মেদ বাপ্পি সহ বিভিন্ন বক্তাগনের বক্তব্যের পর এক মনোজ্ঞ সাংস্কৃতি পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭