আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে শাহ সিমেন্টের দুটি চলন্ত ট্রাকের মাঝে পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও একজন।ঢাকা-দোহার রোড বাঘড়ার মোড় খান বাড়ির সংলগ্ন এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রাণ হারানো মিজানুর রহমান (৪০) ঢাকার দোহারের সাতভিটা গ্রামের বাসিন্দা ও সুইজারল্যান্ড প্রবাসী ছিলেন। এক মাস আগে ছুটিতে বাড়িতে আসেন তিনি। আগামীকাল তার বিদেশে যাওয়া কথা ছিল।আহত আল আমিন (৩৮) মিজানুর রহমানের স্ত্রীর বড় ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে দোহারে যাওয়ার পথে ওভারটেকিং করার সময় শাহ সিমেন্টের দুই ট্রাকের মাঝে পড়ে একটি বাইক। এ ঘটনায় বাইকে থাকা একজন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় আরেকজনেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে বাঘড়া ক্যাম্পের ইনচার্জ সেকান্দর হোসেন জানান, গাড়িকে সাইড দিতে গেলে দুই গাড়ির মাঝে পড়ে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ শ্রীনগর থানা পুলিশের হেফাজতে রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭