ঢাকাশনিবার , ২৯ জুন ২০২৪

বান্ধবীর সঙ্গেও প্রেম, ক্ষোভে প্রেমিকের গোপনাঙ্গ কাটলেন প্রেমিকা


জুন ২৯, ২০২৪ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুরে ধারালো ব্লেড দিয়ে প্রেমিক আল আমিনের গোপনাঙ্গ কেটে দিয়েছেন তার প্রেমিকা।শনিবার (২৯ জুন) দুপুরে উপজেলার আলতাফ মাস্টার ঘাট এসকে কলাপাতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কেবিনে এ ঘটনা ঘটে।আহতাবস্থায় আল আমিনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জের কালিবাজার এলাকার সহিদুর রহমানের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁদপুরের ফরিদগঞ্জের আল আমিনের সঙ্গে একই এলাকার এক প্রবাসীর স্ত্রীর প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। তারা দুজনে প্রায়ই বিভিন্ন স্থানে ঘুরতে যান। শনিবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকা থেকে সিএনজি অটোরিকশায় করে রায়পুরের আলতাফ মাস্টারঘাট এলাকায় ঘুরতে আসেন।একপর্যায়ে আল আমিনের মোবাইল নিয়ে ওই নারী দেখতে পান, তার বান্ধবীর সঙ্গেও গোপনে সম্পর্ক চালিয়ে যাচ্ছেন আল আমিন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে কলাপাতা রেস্টুরেন্টের ভেতরে আল আমিনের বিশেষ অঙ্গ কেটে পালিয়ে যান ওই নারী। পরে স্থানীয়রা যুবককে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান।বিষয়টি নিশ্চিত করে রায়পুর থানার ওসি মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ওই যুবককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম আল আমিন। তবে মেয়েটি প্রবাসীর স্ত্রী বলে জানতে পেরেছি। তাকে ধরতে পুলিশের অভিযান ও মামলার প্রস্তুতি চলছে।এ ব্যাপারে সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর বলেন, আল আমিনের বিশেষ অঙ্গের ৯০ ভাগ কেটে গেছে। তিনি শঙ্কামুক্ত নন। চিকিৎসা চলছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ২৪ ঘণ্টার পার না হওয়ার আগে কিছু বলা যাচ্ছে না।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।