মোঃ মানিক হোসেন, (বেড়া, পাবনা) প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলায় বেকার যুবক ও নারীদের দক্ষ,স্বাবলম্বী ও আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে মে থেকে জুন পর্যন্ত দুই মাসব্যাপী কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদপত্র ও যাতায়াত ভাতা বিতরণ।চার শিফটে সকাল ও দুপুরে ১৮-৩৫ বৎসরের ৪০ জন বেকার যুবক ও যুবমহিলাদের মধ্যে ভ্রাম্যমাণ এ কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্স শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে সকলকে মেধার ভিক্তিতে গ্রেড সিস্টেমে সার্টিফিকেট প্রদান করা হয়।রবিবার (৩০ জুন) উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মোরশেদুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান,মোছাঃ শায়লা শারমিন ইতি সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা, কাজী ইমরাম সাঈদ প্রমূখ। এসময় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মোরশেদুল ইসলাম বলেন, বর্তমান যুগে কম্পিউটার জ্ঞান ছাড়া বাস্তব জীবনধারণ খুব কঠিন। বর্তমান সরকার সকল সেক্টর এখন ডিজিটাল করেছেন। এ যুগে প্রত্যক মানুষের কম্পিউটার জ্ঞান অর্জন অত্যান্ত প্রয়োজন। এজন্য সরকার দেশের যুব সমাজকে স্মার্ট ও দক্ষ আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে এই ধরণের প্রশিক্ষণর ব্যবস্থা গ্রহন করেছেন। আমরা আশাবাদী এই কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করে প্রশিক্ষণার্থীরা নিজেকে আত্বনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭